জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩


জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
ফাইল ছবি

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে। এর পরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটি।


বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬। এরপরই দেশটির পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোর জন্য সুনামির সতর্কতা জারি করে জাপান কর্তৃপক্ষ।


গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাপান দেশের পূর্ব উপকূলে ইজু উপদ্বীপের দ্বীপগুলোর জন্য ১ মিটার উচু সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে।


আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত সিকিম: নিখোঁজ শতাধিক, মৃত ১০


জাপানের আবহাওয়া সংস্থা বলছে, স্থানীয় সময় বেলা ১১টায় তোরিশিমা দ্বীপের কাছে আঘাত হানা ৬.৬ মাত্রার ভূমিকম্পের পর এই সতর্কতা দেওয়া হয়।


ভূমিকম্পের মূলকেন্দ্র ছিল টোকিও থেকে প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণে প্রশান্ত মহাসাগরে। সূত্র: জাপান টাইমস, রয়টার্স


জেবি/এসবি