বিশ্বাকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩


বিশ্বাকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।


বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় খেলাটি মাঠে গড়াবে।


গত ২০১৯ বিশ্বকাপের ফাইনাল থেকেই যেন শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। সব শেষ আসরে খেলেছিল দুই দেশ। সেবার সুপার ওভারের রোমাঞ্চে নিউজিল্যান্ডকে হারিয়ে কাপ নিজেদের করে নেয় ইংলিশরা। 


গত ৪ বছরে তিন সংস্করণ মিলিয়ে দুই দল খেলেছে ২৪টি ম্যাচ।


বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নিউজিল্যান্ড। ১০ বারের মোকাবেলায় ৫ জয় কিউইদের। তারা হেরেছে চারটিতে, টাই হয়েছে বাকি ম্যাচটি।


জেবি/এসবি