বাংলাদেশকে শুভকামনা জানাল আর্জেন্টিনা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩


বাংলাদেশকে শুভকামনা জানাল আর্জেন্টিনা
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ভারতে পর্দা উঠেছে আইসিসি ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। ক্রিকেটের জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টে টাইগারদের শুভকামনা জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।


কাতার ফুটবল বিশ্বকাপে মূলত দুই দেশের ভালোবাসা আদান-প্রদানের সূচনা হয়েছিল। আর্জেন্টিনার মেসি বাহিনীর ফুটবল বিশ্বকাপ জয়ের সময়টাতেই মূলত বাংলাদেশিদের আর্জেন্টিনা প্রেমের মহাকাব্য পৌঁছে যায় মেসিদের দোরগোড়ায়। আসতে থাকা পাল্টা ভালোবাসার বার্তা।


আর্জেন্টাইনরা খুঁজে বের করে বাংলাদেশিদের প্রিয় খেলা ক্রিকেটকে। ভালোবাসার পাল্টা স্রোত তারা পাঠায় ক্রিকেট সমর্থন দিয়ে। ফুটবল বিশ্বকাপ জয়ের উন্মাদনা শেষ হলেও বাংলাদেশকে মনে রেখেছে আর্জেন্টিনা।


তাইতো ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল সামাজিকমাধ্যম ফেসবুক পেজের পোস্টে সাকিব আল হাসানের দলকে শুভকামনা জানানো হয়েছে।


জেবি/এসবি