মিরাজ-মুস্তাফিজের জোড়া আঘাত


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩


মিরাজ-মুস্তাফিজের জোড়া আঘাত
ছবি: সংগৃহীত

আফগানদের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমে জোড়া উইকেট তুলে নিয়ে ব্রেকথ্রু এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের জোড়া শিকারের পরেই মিরাজ ও মুস্তাফিজ আফগানিস্তানের শিবিরে আঘাত হানেন।


এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৮.৪ ওভারে ১২২ রান।


শনিবার (৭ অক্টোবর) ধর্মশালা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তানের বিপক্ষে সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নিজের হাতে বল তুলে নিয়ে ইব্রাহিমকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। এতে ইব্রাহিম থেমেছেন ২৫ বলে ২২ রানে, আফগানিস্তানের ওপেনিং জুটি ভেঙে ৪৭ রানে। 


ইব্রাহিম জাদরানকে ফেরানোর পর রহমত শাহর উইকেটও শিকার করেন সাকিব। ১৫তম ওভারে পঞ্চম বোলার হিসেবে আসেন সাকিব। বাংলাদেশের প্রয়োজন ছিল আরেকটি ব্রেকথ্রু। তবে সেটি এনে দিলেন সাকিবই! আউট হওয়ার আগে তিনি ২৫ বলে ১৮ রান করেন।


এরপর বোলিংয়ে এসে মিরাজ ও মুস্তাফিজ উইকেট তুলে আফগানিস্তানকে চেপে ধরার চেষ্টায় বাংলাদেশ। হাশমতউল্লাহ শহীদিকে ১৮ রানে ফেরান মিরাজ এবং ওপেনিংয়ে দুর্দান্ত খেলা রহমানউল্লাহ গুরবাজকে ৪৭ রানে ফেরান মুস্তাফিজ।


জেবি/এসবি