আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণ গেল ১৪ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৪ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭৮ জন।
মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জানায়, হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার দূরে ইরান সীমান্তবর্তী এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
শনিবার (৭ অক্টোবর) দেশটির স্থানীয় সময় সকাল ১১টায় এই ভূমিকম্প আঘাত হানে।
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান
আফগান কর্তৃপক্ষ জানায়, এই ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ধ্বংস্তুপের নীচে আটকে পড়েছেন। অন্তত তিনটি ধাক্কা অনুভূত হয়েছে আশপাশের এলাকায়।
জেবি/এসবি