ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, নিহত বেড়ে ৫৩২


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩


ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, নিহত বেড়ে ৫৩২
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩২ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।


রবিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে এ তথ্য জানা গেছে।


ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছেন, গতকাল শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে হামাসের চালানো হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার ৬০০ ইসরায়েলি। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।


আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণ গেল ১৪ জনের


এছাড়া কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরায়েলি সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস। হামাস বলেছে, আটক ইসরায়েলিদের সংখ্যা জেরুসালেম যা জানে তার চেয়েও অনেক বেশি।


আরও পড়ুন: হামাসের রকেট হামলায় ২২ ইসরায়েলি নিহত


অপরদিকে  ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৬৯৭ জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।


জেবি/এসবি