আফগানিস্তানে শাক্তিশালী ভূমিকম্প, নিহত ১০০০ ছাড়াল


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩


আফগানিস্তানে শাক্তিশালী ভূমিকম্প, নিহত ১০০০ ছাড়াল
ছবি: সংগৃহীত

আফগানিস্তান শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও শত শত মানুষ।


শনিবার (৭ অক্টোবর)  আঘাত হানা এই ভূমিকম্পের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ১২টি গ্রাম। এএফপির বরাতে এই খবর দিয়েছেন এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, “পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ওই ১২টি গ্রামে ৬০০ এর বেশি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির শিকার হয়েছেন ৪ হাজার ২০০ মানুষ।”


আরও পড়ুন: ওষুধের শিশির মধ‍্যে দুর্গা প্রতিমা অংকন করে নজির গড়লেন তুহিন


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, পশ্চিম আফগানিস্তানে ৬টি ভূমিকম্প হয়েছে এবং যার মধ্যে সবচেয়ে বড়টি ছিল ৬.৩ মাত্রার।


আরও পড়ুন: আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৩২০


ইউএসজিএস বলছে, “শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।”


জেবি/এসবি