মিরাজ-সাকিবের প্রশংসা করলেন রমিজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩
দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। আফগানদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মেহেদী হাসান মিরাজ। নিয়েছেন ৩ উইকেট। পরে ব্যাটিংয়ে নেমে খেলেছেন ৫৭ রানের ইনিংস। হয়েছেন ম্যাচসেরা। এ ছাড়া সাকিব আল হাসানও গুরুত্বপূর্ণ ৩টি উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন।
ডিজিটাল প্লাটফর্ম ইউটিউবে নিজের চ্যানেল ‘রমিজ স্পিকস’এ তাদের এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। এ জয়ে টাইগারদের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ
পিসিবির সাবেক এই সভাপতি বলেন, “৩ উইকেটে নেওয়ার পাশাপাশি ৫০ রান করা মেহেদী হাসানের মধ্যে অনেক প্রতিভা আছে। ও যেভাবে খেলে, সেটা দারুণ। তার শরীরী ভাষাও বেশ প্রভাব রাখার মতো। এর মধ্যে সে নিজের উপস্থিতির জানান দেয়।”
আরও পড়ুন: তিন সেঞ্চুরিতে 'বিশ্বরেকর্ড' দ. আফ্রিকার
এ সময় অধিনায়ক সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন রমিজ। তিনি বলেন, “সাকিব আল হাসান মানসম্পন্ন একজন ক্রিকেটার। তার অভিজ্ঞতাও দারুণ। সে এই ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানদের আউট করেছে। সাকিব এসে শুধু পরিস্থিতিই সামাল দেয় না, বরং কঠিন পরিস্থিতিতে সে বোলিং করে। সে অধিনায়কত্বও বেশ ভালো করেছে, এর ফলে আত্মবিশ্বাসও তার অনেক বাড়বে।”
জেবি/এসবি