ইসরাইলকে চিন্তায় ফেলে হামাসের নতুন হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩
নজিরবিহীন যুদ্ধে এবার ইসরাইলকে নতুন হুমকি দিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস। এতে চিন্তায় পড়েছে ইসরাইল কর্তৃপক্ষ।
হামাস বলেছে, গাজা উপত্যকায় বেসামরিক লোকদের ওপর হামলা চালানো বন্ধ না হলে আটক জিম্মিদের হত্যা করা হবে।
সোমবার (১০ অক্টোবর) এই সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটির অ্যালার্ম উইং।
আরও পড়ুন: ইসরাইলে নিহত বেড়ে ৯০০, গাজায় ৬৯০
এদিন ইসরাইলের সোশ্যাল মিডিয়ায় হামাসের সেই বার্তাটি ভাইরাল হয়। এতে বলা হয়,‘আমাদের বেসামরিক জনগণকে লক্ষ্য করে যদি হামলা অব্যাহত থাকে, সেক্ষেত্রে প্রতিটি হামলার জবাব হিসেবে একজন করে বেসামরিক জিম্মির প্রাণ যাবে।’
বার্তায় আরও দাবি করা হয়েছে, ইসরাইলি বাহিনীর বেপরোয়া বোমাবর্ষণের কারণে ইতোমধ্যেই ৪ জন জিম্মির প্রাণ গেছে।
জেবি/এসবি