ইসরাইলে নিহত বেড়ে ৯০০, গাজায় ৬৯০


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩


ইসরাইলে নিহত বেড়ে ৯০০, গাজায় ৬৯০
ছবি: সংগৃহীত

হামাস-ইসরাইলের পাল্টাপাল্টি হামলায় বেড়েই চলছে নিহতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলে নিহত বেড়ে ৯০০ জনে দাঁড়িয়েছে । এছাড়া গাজায় মারা যাওয়া ফিলিস্তিনির সংখ্যা ৭০০ ছুঁইছুঁই।


সোমবার (৯ অক্টোবর) রাতে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র ইউএস নিউজ নেটওয়ার্ক সিবিএসকে বলেছেন, ইসরাইলে হামলায় নিহতের সংখ্যা এখন ৯০০।  


ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে বিবিসি জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ১৪০ শিশু ও ১০৫ নারীসহ প্রায় ৬৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 


গেল শনিবার (৭ অক্টোবর) সকালে হঠাৎই ইসরাইলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। উত্তরে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনারা।  


আরও পড়ুন: গাজায় নিহত বেড়ে ৪৩৬


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ ইসরাইল থেকে ভাষণ দিয়েছেন এবং সতর্ক করেছেন যে, দেশটি হামাসের বিরুদ্ধে ‘প্রচণ্ড শক্তি’ ব্যবহার করবে।


এর আগে সোমবার  ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধ আরোপের ঘোষণা দেন। সেখানে তিনি খাবার, জ্বালানি, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধেরও নির্দেশ দেন।  


আরও পড়ুন: হামাস যোদ্ধারা এখনো ইসরাইলে ঢুকছে


হামাসের সশস্ত্র গোষ্ঠী আল-কাশেম ব্রিগেডস হুমকি দিয়েছে, গাজায় বোমা হামলা চালিয়ে নিরীহ বেসামরিক মানুষ হত্যা বন্ধ না করলে কোনো প্রাক-আভাস ছাড়াই জিম্মি ইসরায়েলিদের মেরে ফেলা হবে।  


হামাসের হামলায় ইসরাইলে যুক্তরাষ্ট্রের ৯ নাগরিক মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে, যেখানে ১০ জনের বেশি ব্রিটিশ নাগরিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।


কয়েক ডজন লোককে হামাস জিম্মি করে রেখেছে। পরিবার ও স্বজনেরা তাদের খোঁজ করছে।


জেবি/এসবি