গাজায় নিহত বেড়ে ৪৩৬


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩


গাজায় নিহত বেড়ে ৪৩৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে নজিরবিহীন যুদ্ধ চলছে।   এতে সেখানে নিহতের সংখ্যা বেড়ে ৪৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৯১ জন শিশু। 

এছাড়াও ইসরাইলের হামলায় দুই হাজার তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে। 


রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরাইল’র  দাবি, হামাসের হামলায় এরই মধ্যে ইসরাইলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে দুই হাজার দুই শতাধিক।


আরও পড়ুন: হামাস যোদ্ধারা এখনো ইসরাইলে ঢুকছে


উল্লেখ্য, শনিবার ভোরে আকস্মিকভাবে ইসরাইলের অভ্যন্তরে ঢুকে পড়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। সেখানে তারা বিগত সময়ে  ইসরাইলের হত্যা, নিপীড়ন ও দখলদারিত্বের প্রতিবাদে হামলা চালায়। এর আগে মাত্র ২০ মিনিটে  ইসরাইলের বিভিন্ন টার্গেটে পাঁচ হাজার রকেট হামলার দাবি করে হামাস।


আরও পড়ুন: ইসরাইলি হামলায় ১ লাখ ২৩ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত


এতোদিন  ইসরাইলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরাইলে হামলা চালালো ফিলিস্তিন কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল


জেবি/এসবি