হামাস যোদ্ধারা এখনো ইসরাইলে ঢুকছে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩


হামাস যোদ্ধারা এখনো  ইসরাইলে ঢুকছে
ছবি: সংগৃহীত

বিপুল সংখ্যক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধা ইসরাইলে প্রবেশ অব্যাহত রেখেছে। গাজার সীমান্তবর্তী কিছু ইসরাইলি শহরে এখনও সক্রিয় যুদ্ধ চলছে। 


এই তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।


ইসরাইলি সেনাবাহিনী জানায়, সীমান্ত বেড়া এবং অন্যান্য পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে। হামাস যোদ্ধারা যেসব পয়েন্ট দিয়ে ইসরাইলে প্রবেশ করছে সেসব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। 


ইহুদি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী দক্ষিণাঞ্চলে গুলি বিনিময়ের সময় তিনজন হামাস যোদ্ধাকে হত্যা করেছে। 


অপরদিকে, ইসরায়েলি সেনাবাহিনী আরও ১৬ জন নিহত সৈন্যের নাম প্রকাশ করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতের সংখ্যা বেড়ে ৪৩৬ জনে দাড়িয়েছে। আহতের সংখ্যা ২ হাজার ২৭০ জন।


আরও পড়ুন: হোটেলে হয়রানি করায় বিষপানে আত্মহত্যা করে ২ বোন


গত শনিবার (৯ অক্টোবর) ইসরাইলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় গাজার শাসকগোষ্ঠী হামাসের যোদ্ধারা। মাত্র ২০ মিনিটে দেশটিতে ৫ হাজারের বেশি রকেট ছোড়ার কথা জানায় হামাস।


 আরও পড়ুন: ইসরাইলি হামলায় ১ লাখ ২৩ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত


ওইদিন হামলার পরপরই ইসরাইলের সামরিক বাহিনী অবরুদ্ধ গাজায় বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে। সোমবারও ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে তারা। এ ছাড়া ইসরাইলি ভূখণ্ডে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই চলছে দেশটির সেনাদের।


জেবি/এসবি