ছেলেরাও ইনবক্সে বাজে মেসেজ দেয়: জায়েদ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩
অভিনয়ের চেয়ে নানান ইস্যুতেই আলোচনায় থাকেন ঢাকাই ছবির চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি দাবি করেছেন তিনি, মেয়েরা তাকে বেশি পছন্দ করে। তার ইনবক্সে মেয়েদের মেসেজই বেশি। তবে ছেলেদের বিষয়েও অভিযোগ রয়েছে তার। ছেলেরাও নাকি তাকে বাজে মন্তব্য করে।
অভিনেত্রী রোজিনা পরিচালিত ছবি ‘ফিরে দেখা’র একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ নায়ক।
সেখানে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, রাশির প্রভাবে মেয়েরা তাকে পছন্দ করেন। মেয়েরা তার ফেসবুকের ইনবক্সে নেতিবাচক কথা বলেন না। তবে ছেলেরা বাজে মন্তব্য করেন।
আরও পড়ুন: না যাওয়ায় এখন মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ্, আমি বেঁচে গেছি: ওমর সানী
তিনি আরও বলেন, “আমার রাশির মনে হয় প্রভাব আছে। কন্যা রাশি আর সিংহ রাশির মিশ্রণ আমার। হয়তোবা এ কারণেই আমার প্রতি আকর্ষণটা বেশি বোধ করে কন্যারা। সে কারণেই মনে হয় আমার সবকিছুতে বেশি বেশি। তবে আপনি অবাক হয়ে যাবেন- এটা বলতেই হয়। ফেসবুকে কোনো মেয়ে আমার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেননি। মেয়েরা কখনো ইনবক্সে বাজে কথা বলেনি। অনেক ছেলেরা বলেছে।”
জেবি/এসবি