না যাওয়ায় এখন মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ্, আমি বেঁচে গেছি: ওমর সানী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩


না যাওয়ায় এখন মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ্, আমি বেঁচে গেছি: ওমর সানী
ওমর সানী - ফাইল ছবি

নিয়মিত পর্দায় না থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ওমর সানী। প্রায় সময়ই নানান ইস্যুতে নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করেন তিনি। আবার যেকোনও পরিস্থিতিতে প্রতিবাদ করতেও ভোলেন না। ক্রিকেটার তামিম ইস্যুতেও আওয়াজ তুলে সেটা আবারো প্রমাণ করেন এই তারকা।


সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে মিম ইস্যুর পাশাপাশি সেলিব্রিটি ক্রিকেট লীগ (সিসিএল) নিয়ে কথা বলেছেনওমর সানী। এ সময় তিনি মন্তব্য করেন, সিসিএলে খেলতে না যাওয়ায় এখন মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ্, আমি বেঁচে গেছি’।


এ তারকা বলেন, “ফুটবল কিন্তু কবর রচনা হয়েই গেছে। এখন ক্রিকেটেরও সেই একই অবস্থা দেখতে হবে? আমার মনে হয় সেটা দেখা উচিত না। আমি ভীষণভাবে কষ্ট পাই যে, এই মুহূর্তে দলে তামিম নেই। একজন ব্যক্তি তামিমের কথা বলছি না, একজন খেলোয়াড় তামিমের কথা বলছি। আমার কাছে মনে হয়েছে তার থাকাটা বাংলাদেশের জন্য খুবই জরুরি ছিল”


আরও পড়ুন: ফের ঢাকার সিনেমায় গাইবেন অরিজিৎ সিং


ক্রিকেট প্রসঙ্গে কথা উঠতেই সিসিএল নিয়ে ওমর সানী বলেন, “কয়েকদিন আগেই গ্রুপ পর্বের ম্যাচে পরিচালক মোস্তফা কামাল রাজ এবং দীপংকর দীপনের দলের খেলার সময় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। এতে আহত হন ছয়জন।”


এ ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, “বাংলাদেশের মিডিয়াতে একটা কি দুইটা টিম হওয়ার থেকে বেশি হওয়ার কথা না। কিন্তু ১০/১২টা কীভাবে হয়, আর যারা মারামারির সঙ্গে জড়িত, একজন পরিচালক ও একজন অভিনেতার নামই জানতে পারলাম। আর তারা কেনই বা এমন করবে।”


আরও পড়ুন: শাহরুখ খানকে হত্যার হুমকি


ওমর সানি বলেন, “সিসিএলে খেলার জন্য আমাকেও ডেকেছিল। কিন্তু কোনো কারণে আমার যাওয়া হয়নি। এখন আমার কাছে মনে হচ্ছে, না যাওয়ায় আলহামদুলিল্লাহ্, আমি বেঁচে গেছি। আগামীতে এই রং-ঢং দেখানো সেলিব্রিটি ক্রিকেট লিগ নামক এ ধরনের কিছু একেবারেই হওয়া উচিত না।”


তিনি আরও বলেন, “আর যদি হয় তাহলে যেন খুবই সুন্দর করে টিম গঠন করা উচিত। তখন আবার কেউ যেন বাইরে থেকে নামধারী কিছু ডিরেক্টর-প্রযোজক-আর্টিস্ট যেন না বলে, আমি পরিচালক, আমি একজন আর্টিস্ট। কিছু মুখ আমি দেখেছি। তাদের কী যোগ্যতা আছে এই খেলায় অংশগ্রহণ করার। আমি আসলে জানি না।”


জেবি/এসবি