দেশে ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩
একদিনে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৫৫ জন।
মঙ্গলবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৩ জনের মৃত্যু হয়ে। তাদের মধ্যে ঢাকা সিটিতেই ৯ এবং ঢাকার বাইরে চারজন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৫৫ জন। তাদের মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৭ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৮ জন।
আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৮৯ হাজার ৪৬০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩১৯ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৬৮ জন। তাদের মধ্যে ঢাকায় ৮৬ হাজার ৭৭ এবং ঢাকার বাইরে ১ লাখ ৩২ হাজার ৯৯১ জন।
আরও পড়ুন: শ্রীপুরে নবজাতক রেখে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন মা
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১০৯ জন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকায় ৭০০ এবং ঢাকার বাইরে ৪০৯ জন।
জেবি/এসবি