ইসরাইলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘাত ভয়ঙ্কর রূপ নিয়েছে। হামাসের হামলায় ইসরাইলে মৃতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম কান বুধবার (১১ অক্টোবর) মধ্যরাতে এ তথ্য জানিয়েছে।
এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছিল, গেল শনিবার থেকে হামাস প্রাণঘাতি ও রক্তক্ষয়ী হামলা চালানো শুরুর পর ১ হাজারের বেশি ইসরায়েলির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: আবারও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প
কোনও পূর্ব সতর্কতা ও হুমকি-ধামকি ছাড়াই হঠাৎ করে শনিবার সীমান্ত প্রাচীর ভেঙে ইসরাইলের ভেতর ঢুকে পড়েন হামাসের ১ হাজার যোদ্ধা। তারা সেখানে প্রবেশ করেই গুলি চালানো শুরু করেন। এছাড়া হামাসের যোদ্ধারা অবৈধ বসতিস্থাপনকারী ইসরাইলিদের বাড়িতে গিয়েও হামলা চালান।
আরও পড়ুন: নোবেল বিজয়ী অমর্ত্য সেনের মৃত্যুর খবর সঠিক নয়
অন্যদিকে হামাসের হামলার প্রতিশোধ নিতে শনিবার থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালানো শুরু করে ইসরাইল। আর তাদের এসব হামলায় গাজায় প্রায় ৯০০ মানুষের মৃত্যু হয়েছে।
জেবি/এসবি