বাজার নিয়ন্ত্রণে পুলিশও মাঠে থাকবে: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং কমিটির সঙ্গে পুলিশও মাঠে থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইনশৃঙ্খলাসংক্রান্ত বিশেষ সভায় এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, “আমাদের বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং কমিটির সঙ্গে পুলিশ থাকবে।”
তিনি আরও বলেন, “বাজার অস্থিতিশীল করা সিন্ডিকেট ভাঙতে হবে। যেকোনো সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য ডিএমপি সক্ষম। আমরা সর্বোচ্চ পর্যায়ে কাজ করব।”
ব্যবসায়ীরা রসিদ সংগ্রহ করেন না মন্তব্য করে ডিএমপি কমিশনার বলেন, “পণ্য কেনার সময় ব্যবসায়ীদের রসিদ সংগ্রহ করতে হবে। আর যদি রসিদ না থাকে তাহলে ব্যবস্থা নিতে হবে।”
আরও পড়ুন: উন্নয়নের জন্য একটু যানজট হজম করতে হবে: পরিকল্পনামন্ত্রী
উৎপাদনকারী, ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে মন্তব্য করে হাবিবুর রহমান বলেন, “বাজার নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যাতে কোনো সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করতে না পারে। ব্যবসায়ীদের যেমন রসিদ সংগ্রহ করতে হবে, তেমনি ভোক্তারা যদি চায় সে রসিদ দেখতে পারে। এভাবে একযোগে কাজ করে আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে চাই।”
আরও পড়ুন: দেশবাসীকে হলে গিয়ে ‘মুজিব : একটি জাতির রূপকার’দেখতে প্রধানমন্ত্রীর আহ্বান
এ সময় পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের পাশাপাশি বাজারকে অস্থিতিশীল করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, আগে রাস্তায় পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজির দৃশ্য দেখা যেত। বর্তমানে রাস্তায় কোনো হয়রানি বা চাঁদাবাজি দেখা যায় না। তারপরও কেউ অভিযোগ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
জেবি/এসবি