একদিনে ডেঙ্গুতে আরও ১৩ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩২৭ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪৯১ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৮৩৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৬১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আরও পড়ুন: শ্রীপুরে নবজাতক রেখে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন মা
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫৩১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৩ হাজার ৭৭৯ জন। মারা গেছেন ১ হাজার ১৩৫ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭০৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৪২৬ জন।
আরও পড়ুন: জাপানের ডেঙ্গু টিকা ব্যবহারের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জন মারা গেছেন।
জেবি/এসবি