আজ বছরের শেষ সূর্যগ্রহণ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩


আজ বছরের শেষ সূর্যগ্রহণ
ফাইল ছবি

চলতি বছরের (২০২৩ সালের)  দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হবে আজ। বাংলাদেশ সময় শনিবার (১৪ অক্টোবর) রাত ৯টা ৩ মিনিটে শুরু হয়ে ২টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ।


এটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। তবে  উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। এ সময় চাঁদের চারপাশে সূর্যের লাল আলোর বলয় তৈরি করবে। 


আরও পড়ুন: ইসরাইলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত


যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট থেকে গ্রহণটি শুরু হয়ে পূর্ব দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিট ১০ সেকেন্ডে।


আরও পড়ুন: ইসরাইলে যৌথ সংবাদ সম্মেলনে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী


সর্বোচ্চ গ্রহণ হবে নিকারাগুয়ার মানকি পয়েন্ট থেকে দক্ষিণ-পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগরে এদিন দুপুর ১২টা ২৭ মিনিট ৪ সেকেন্ডে। গ্রহণটি শেষ হবে ব্রাজিলের বাহিয়ার রাজ্যের জাবোরান্দি শহরে বিকাল ৫টা ৫৪ মিনিট ১২ সেকেন্ডে।


এর আগে দেশে ১৮৪৫ সালে অমাবস্যার সময় সূর্যগ্রহণ হয়েছিল। অমাবস্যার সময়ে সূর্যগ্রহণের ঘটনা বেশ বিরল। দিনটি শনিবার হওয়ায় বিরল এই গ্রহণকে শনির অমাবস্যার সূর্যগ্রহণও বলা হচ্ছে। 


জেবি/এসবি