নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৫
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:০৭ পিএম, ১৪ই অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি স্টিল মিলের গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন স্টিল কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. জাকারিয়া (২০), মো. ইকবাল হোসেন (২৫), মো. সাইফুল ইসলাম (৩০), মোহাম্মদ মোজাম্মেল হক (৩০), ও মো. শরিফুল ইসলাম (৩২)।
আরও পড়ুন: নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল: ইসি আনিছুর
দগ্ধ শ্রমিকদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, আমরা সবাই শারমিন রোলিং মিলের শ্রমিক। ভোর রাতে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়ে পাঁচ শ্রমিক দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আরও পড়ুন: শেখ হাসিনা স্বপ্ন দেখালে তা বাস্তবায়ন করেন: শিক্ষামন্ত্রী
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে ৫ জন এসছেন। তাদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুলের শরীরে ৬০ শতাংশ, শরিফুলের ৫৭ শতাংশ, জাকারিয়ার শরীরের ৩৫ শতাংশ, ইকবালের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অবিরাম বৃষ্টিতে পেঁয়াজের ঝাঁজ, বেড়েছে ডিম-মুরগি ও সবজির দাম

অন্তর্বর্তী সরকারের সাফল্য-ব্যর্থতায় মোড়ানো এক বছর

নির্বাচনে ড্রোন ওড়ানো যাবে না, এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
