চাঁদ দেখা কমিটির সভা কাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩


চাঁদ দেখা কমিটির সভা কাল
প্রতীকী ছবি

পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার লক্ষ্যে রবিবার (১৫ অক্টোবর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডেকেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। শনিবার (১৪ অক্টোবর ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, “১৪৪৫ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামীকাল (১৫ অক্টোবর) রবিবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।”


আরও পড়ুন: ২০০১ সালে জনগণ ভোট দিলেও ক্ষমতায় যেতে পারিনি: প্রধানমন্ত্রী


বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। টেলিফোন নম্বর- ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।


জেবি/এসবি