Logo

ডাকাতিয়া নদীতে বিআইডব্লিউটিএ’র ওয়াকওয়ে উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৩, ০৫:০১
30Shares
ডাকাতিয়া নদীতে বিআইডব্লিউটিএ’র ওয়াকওয়ে উদ্বোধন
ছবি: সংগৃহীত

বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল।

বিজ্ঞাপন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ব্রিজ এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে ২ কিলোমিটার জুড়ে তৈরি হচ্ছে ওয়াকওয়ে। নান্দনিক এক পর্যটনকেন্দ্রের সুবিধা পাবে ভ্রমণপিপাসুরা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ইতোমধ্যে লোকজন আসতে শুরু করেছেন। প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে এই ওয়াকওয়ের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।

বিজ্ঞাপন

শাহরাস্তি ও হাজীগন্জ এলাকায় ডাকাতিয়া নদীর তীরে চিখটিয়া হতে সুচিপাডা, ব্রীজ পর্ষন্ত ২ কিলোমিটার ওয়াকওয়ে জনসাধারণ চলাচলের জন্য উম্নুক্ত করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষ বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর ( অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ ডিসেম্বরে এটির নির্মাণ কাজ শুরু হয়। এতে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয় করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মেজর (অব) রফিক ইসলাম (বীর উত্তম) বলেন, ‘আমি ৯৬ সাল থেকে টানা এই আসনে সাংসদ হিসেবে আছি। আমার এলাকায় ৩ হাজার কোটি টাকার উন্নয়নমুলক কাজ করেছি। তবে জনগনের মাঝে আমি আমার একটি স্মৃতি ধরে রাখাতে এই ওয়াকওয়ে করে গেলাম’।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD