ডাকাতিয়া নদীতে বিআইডব্লিউটিএ’র ওয়াকওয়ে উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩১ পিএম, ১৪ই অক্টোবর ২০২৩

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ব্রিজ এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে ২ কিলোমিটার জুড়ে তৈরি হচ্ছে ওয়াকওয়ে। নান্দনিক এক পর্যটনকেন্দ্রের সুবিধা পাবে ভ্রমণপিপাসুরা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ইতোমধ্যে লোকজন আসতে শুরু করেছেন। প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে এই ওয়াকওয়ের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।
শাহরাস্তি ও হাজীগন্জ এলাকায় ডাকাতিয়া নদীর তীরে চিখটিয়া হতে সুচিপাডা, ব্রীজ পর্ষন্ত ২ কিলোমিটার ওয়াকওয়ে জনসাধারণ চলাচলের জন্য উম্নুক্ত করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষ বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর ( অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
আরও পড়ুন: সিনিয়র সচিব মোস্তফা কামালের সাথে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ ডিসেম্বরে এটির নির্মাণ কাজ শুরু হয়। এতে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয় করা হচ্ছে।
আরও পড়ুন: চতুর্থ শিল্প বিপ্লব উত্তোরণে কর্মকৌশল নির্ধারণে বিআইডব্লিউটিএ কর্মশালা অনুষ্ঠিত
মেজর (অব) রফিক ইসলাম (বীর উত্তম) বলেন, ‘আমি ৯৬ সাল থেকে টানা এই আসনে সাংসদ হিসেবে আছি। আমার এলাকায় ৩ হাজার কোটি টাকার উন্নয়নমুলক কাজ করেছি। তবে জনগনের মাঝে আমি আমার একটি স্মৃতি ধরে রাখাতে এই ওয়াকওয়ে করে গেলাম’।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অবিরাম বৃষ্টিতে পেঁয়াজের ঝাঁজ, বেড়েছে ডিম-মুরগি ও সবজির দাম

অন্তর্বর্তী সরকারের সাফল্য-ব্যর্থতায় মোড়ানো এক বছর

নির্বাচনে ড্রোন ওড়ানো যাবে না, এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
