এসআই নিয়োগে সুপারিশপ্রাপ্ত কুবির ১৪ জন শিক্ষার্থী
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩
বাংলাদেশ পুলিশ'র উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগের প্রকাশিত চূড়ান্ত ফলাফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৪জন শিক্ষার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সুপারিশ প্রাপ্তরা হলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রবিউল ইসলাম, পরিসংখ্যান বিভাগের শামসেদ হোসেন, লোক প্রশাসন বিভাগের আমান খান, রসায়ন বিভাগের মাহমুদ শাওন, আইসিটি বিভাগের কাজল হোসাইন। প্রত্নতত্ত্ব বিভাগের আহসান কবীর, মুহাম্মদ আরিফ চৌধুরী ও আমরান শাকিল। মার্কেটিং বিভাগের হিমালয় রাজ ও রনি শিকদার। ইংরেজি বিভাগের রাজু বড়ুয়া ও জাহিদুল ইসলাম রুবেল এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তারিকুল ইসলাম ও রূপক কাইরি।
সুপারিশপ্রাপ্ত আহসান কবীর বলেন, 'আমার স্বপ্ন ছিল পুলিশে জব করা, সেটা পূরণ হওয়ার জন্য আল্লাহর নিকট শুকরিয়া। এসআই পরিক্ষার জন্য তিন দিনের শারীরিক পরিক্ষাটা গুরুত্বপূর্ণ। লিখিত পরিক্ষায় বাংলা এবং গণিতে ভালো করতে হবে। আর ভাইভার জন্য নিজ বিষয় এবং নিজ জেলা সম্পর্কে ধারণা থাকতে হবে।'
কাজল হোসাইন বলেন, 'আমার সাফল্যে অনেক খুশি। অনার্স পাস করার পর সার্টিফিকেট মায়ের হাতে তুলে দিলে মা বলে, কিছু একটা কর। তর বাপের উপর প্রেশার হয়ে যাচ্ছে। এই কথাটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে যায়। তখন থেকেই কয়েকমাস ঘুম, নামাজ আর পড়াশোনা এবং পরিশেষে সাফল্য।'
রাজু বড়ুয়া বলেন, 'আমার স্বপ্নের চাকরি বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার চূড়ান্ত দ্বারপ্রান্তে। চাকরিতে জয়েন করার পর সৎ উপায়ে মানুষের পাশে থাকার চেষ্টা করবো।'
আরএক্স/