শেষ কর্মদিবসে সংবর্ধনা নেবেন না বিচারপতি ইমদাদুল হক আজাদ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩
‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ শুনানিতে এমন মন্তব্য করা উচ্চ আদালতের বিচারপতি ইমদাদুল হক আজাদ আজ নিজের শেষ কর্মদিবসে কোনো সংবর্ধনা নেবেন না। সুপ্রিম কোর্ট প্রশাসনকে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, রীতি অনুযায়ী শেষ কর্মদিবসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে বিদায়ী বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ কোনো সংবর্ধনা নেবেন না।
আরও পড়ুন: সেই বিচারকের সাজার রায়ও স্থগিত
সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে বিচারপতিদের যে সংবর্ধনা দেওয়া হয় ওই সংবর্ধনাও নেবেন না তিনি। তবে প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কর্মকর্তারা তাকে ফুল ও ক্রেস্ট পৌঁছে দেবেন বলে জানা গেছে।
জেবি/এসবি