বাংলাদেশের বিপক্ষে হারটা নিয়ে বেশি হতাশ: আফগানিস্তান কোচ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩


বাংলাদেশের বিপক্ষে হারটা নিয়ে বেশি হতাশ: আফগানিস্তান কোচ
আফগান কোচ জোনাথন ট্রট - ফাইল ছবি

বিশ্বকাপের আগে বেশ হাঁকডাক দিয়ে খেলতে এসেছিল আফগানরা। কিন্তু মাঠের খেলায় এখন পর্যন্ত সেটার প্রতিফলন ঘটাতে পারেননি আফগানিস্তানের ক্রিকেটাররা।


প্রথম ম্যাচে একপেশে লড়াইয়ে আফগানকে উড়িয়ে দিয়েছে টাইগাররা। ৯২ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। এরপর ভারতের কাছে বড় পরাজয়ে পায়ের তলার মাটি অনেকটাই সরে গেছে আফগানদের।


তবুও এই দলটিকে নিয়ে বেশ আশাবাদী আশাবাদী দলটির কোচ জোনাথন ট্রট। তবে বাংলাদেশের বিপক্ষে হারটা নিয়ে বেশি হতাশ বলে জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: পাকিস্তানকে ৭ উইকেটে হারাল ভারত


রবিবার (১৫ অক্টোবর) ইংল্যান্ডদের বিপক্ষে দিল্লি স্টেডিয়ামে মাঠে নামবে আফগানিস্তান। সে ম্যাচে নামার আগের দিন সংবাদ সম্মেলনে আসেন ট্রট। তিনি চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেন।


আরও পড়ুন: শান্তর থ্রোতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন


এসময় ট্রট সাংবাদিকদের বলেন,“আমাদের যেকোন দলকে হারানোর ক্ষমতা রয়েছে। আমার মনে হয়, প্রতি ম্যাচেই আমরা এটা বিশ্বাস করে নামি আমরা জিতবো কিন্তু আপনি সব ম্যাচ এভাবে জিততে পারবেন না। অবশ্যই আমরা বাংলাদেশের বিপক্ষে হারটা নিয়ে বেশি হতাশ।”


জেবি/এসবি