গাজা দখল করলে ইসরাইল ‘বড় ভুল’ করবে: বাইডেন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩


গাজা দখল করলে ইসরাইল ‘বড় ভুল’ করবে: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন - ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের দখলদারিত্ব  একটি ‘বড় ভুল’ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  সিবিএস নিউজের প্রোগ্রাম ৬০ মিনিটস-এর স্কট পেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। 


সিবিএস নিউজের সাক্ষাৎকারে মার্কিন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বাইডেন বলেন, “হামাস ফিলিস্তিনি জনগণের সবার প্রতিনিধিত্ব করে না।”


হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা তিনি বিশ্বাস করেন বলে মন্তব্য করে বাইডেন বলেন, “একইসঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি পথ থাকতে হবে।” তিনি সতর্ক করে বলেন, “মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের হুমকি বেড়েছে।”


আরও পড়ুন: গাজায় ৫ ঘণ্টার যুদ্ধবিরতি


প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, “তিনি গাজায় একটি মানবিক করিডোর চালু করাকে সমর্থন করেন যা মানুষকে অবরুদ্ধ এই ভূখণ্ড থেকে বের হওয়ার সুযোগ দেবে, সেইসাথে গাজায় খাদ্য ও পানিসহ মানবিক সহায়তা বিতরণের সুযোগ মিলবে।”


আরও পড়ুন: ইসরাইল-হামাস সংঘাত, নিহত ৩৮০০ ছাড়াল


মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি নিশ্চিত যে, ইসরায়েল যুদ্ধের নিয়ম মেনেই কাজ করবে। ” এছাড়া ইসরাইলে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: সিএনএন


জেবি/এসবি