বন্ধুকে ধারের টাকা ফেরত দেওয়ার দিন আজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩


বন্ধুকে ধারের টাকা ফেরত দেওয়ার দিন আজ
ফাইল ছবি

বন্ধু মানে একেক জনের কাছে এক-একরকম। বিপদ-অপদে পাশে থাকা, মনের কথা শেয়ার করা, দু'জনে মাঝে অটুট বিশ্বাস রাখার নামই বন্ধু।  প্রিয় বন্ধুর কাছ থেকে টাকা ধার নিলে আবার কখনো সম্পর্কে ফাটল ধরে। এমন অনেক আছে যে ধারের টাকা পরিশোধ না করায় বন্ধুত্বের মধ্যে দূরত্ব বা ভুল-বোঝাবুঝির তৈরি হয়েছে।


যদি তাই হয়, তাহলে আজ কিন্তু সে দূরত্ব দূর করার সুযোগ রয়েছে। কারণ, আজ বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন।


টাকা বা অর্থ বন্ধুত্বে ফাটল ধরায় কি না তা নিয়ে এক জরিপ চালায় যুক্তরাষ্ট্র। ‘ফ্রেন্ডস এগেইন রিপোর্ট’ নামে ওই জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ অংশগ্রহণকারীরই বন্ধুত্ব নষ্ট হয়েছে, টাকা ধার নেওয়ার কারণে কিংবা ধারের টাকা কখনও ফেরত না পাওয়ার কারণে!


আরও পড়ুন: ইঁদুরের লেজ জমা দিলেই টাকা দেবে সরকার


এ সমস্যা সমাধানের জন্য  প্রত্যেক বছরের ১৭ অক্টোবরকে ‘ন্যাশনাল পে ব্যাক এ ফেন্ড’ হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবছর এদিনটি পালন করছে দেশটি।


তাই আপনার প্রিয় বন্ধুকে নিয়ে তিক্ত অনুভূতিকে দূর করতে আজই বসে পড়ুন মোবাইল ব্যাংকিং নিয়ে। সূত্র : ন্যাশনাল টুডে


জেবি/এসবি