সিঙ্গাপুরে রাষ্ট্রপতির অস্ত্রোপচার বুধবার


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৭:৫১ পিএম, ১৭ই অক্টোবর ২০২৩


সিঙ্গাপুরে রাষ্ট্রপতির অস্ত্রোপচার বুধবার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন - ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হবে। 


মঙ্গলবার (১৭ অক্টোবর)  রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে, আজ সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন রাষ্ট্রপতি। আগামীকাল বুধবার সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস এর তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার সম্পন্ন হবে। রাষ্ট্রপতি তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।


আরও পড়ুন: সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি


উল্লেখ্য, চিকিৎসার জন্য গতকাল সোমবার (১৬ অক্টোবর) সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি। সূত্র: বাসস


জেবি/এসবি