ফিহা মিউজিকের ব্যানারে আসছে ইবনাত সালমার ১০০ গান


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩


ফিহা মিউজিকের ব্যানারে আসছে ইবনাত সালমার ১০০ গান
ইবনাত সালমা

সম্প্রতি ফিহা মিউজিকের সঙ্গে ১০০ গানের প্রজেক্ট নিয়ে চুক্তি বদ্ধ হয়েছেন কণ্ঠশিল্পী ইবনাত সালমা। এরই মধ্যে অনেকগুলো গানের কাজও শেষ হয়েছে। বাকি কাজগুলো পর্যায়ক্রমে চলবে। প্রত্যেকটি গান বাংলাদেশের স্বনামধন্য গুনী গীতিকার এবং সুরকারের সুরেও কাজ করা হচ্ছে। প্রতিটি গানই প্রকাশ হবে মিউজিক ভিডিও এবং ভিডিও আকারে।


গানগুলো প্রকাশ করবে 'ফিহা মিউজিক' ইউটিউব চ্যানেল এবং 'এটিএম' এন্টারটেইনমেন্ট ফেসবুক পেইজে। এমনটাই জানালেন কণ্ঠশিল্পী ইবনাত সালমা। তিনি বলেন, প্রতিটি কাজই শ্রোতা নন্দিত হবে বলে আশা করি। সবাই পাশে থাকবেন। দোয়া করবেন।


আর ও পড়ুন: আবারও স্থগিত তারকাদের ক্রিকেট লিগ


ফিহামিউজিকের কর্ণধার এটিএম ফিরোজ মন্ডল বলেন, ইবনাত সালমা। খুব ভালো গায় তাই দর্শকদের উদ্দেশ্যে বলি আপনাদেরও তার গান অবশ্যই ভালো লাগবে । এবং আপনারা অবশ্যই আমাদের ফিহা মিউজিকের সঙ্গে থাকবেন এবং বাংলা গান কে ভালবাসবেন বাংলা ভালো গান কে তুলে ধরবেন এবং বাংলা ভালো গানকে মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন এটাই কামনা।


জেবি/এসবি