নোবিপ্রবিতে শেখ রাসেল দিবস পালিত
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে।
‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যে আজ বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. বিপ্লব মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন, নোবিপ্রবি ছাত্রলীগ সভাপতি জনাব জাহিদুর রহমান (নাঈম রহমান) ও নোবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘শহীদ শেখ রাসেল ছিলেন অত্যন্ত বিনয়ী। ছোটবেলাতেই শেখ রাসেলের মাঝে দেখা গেছে একজন আদর্শ মানুষের গুনাবলি। শেখ রাসেল বেঁচে থাকলে আজ দেশের জন্য কাজ করতেন এবং নেতৃত্ব দিতেন। ঘাতকরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারদের নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হয়নি। আমি শহীদ শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আরএক্স/