ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টি হতে পারে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মাঠে নামছে ভারত ও বাংলাদেশ। এদিন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে হতে পারে বৃষ্টি। বুধবার (১৮ অক্টোবর) সেখানে হালকা বৃষ্টি হয়েছে। আর ম্যাচের দিনও সেখানে বৃষ্টির সম্ভাবনা আছে।
এর আগে, গেল মঙ্গলবার (১৭ অক্টোবর) বৃষ্টির কারণে ধর্মশালাতে ৪৩ ওভারে হয়েছে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ। বাংলাদেশের জন্যও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।
এদিকে, পুনেতে এখনও বিশকাপের কোনো ম্যাচ হয়নি। বৃহস্পতিবারই সেখানে প্রথমবার গড়াবে চলতি বিশ্বকাপের ম্যাচ।
আরও পড়ুন: বিশ্বকাপজয়ী রোনালদিনহো এখন ঢাকায়
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, এ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে হালকা বৃষ্টি হতে পারে।
এদিকে, বুধবার বৃষ্টির সঙ্গে সঙ্গেই মাঠ ঢেকে দেন কর্মীরা। কালো মেঘে আকাশও ছেয়ে গিয়েছিল।
জেবি/এসবি