গাজার অবরোধ নিয়ে দেশে ফিরে যা বললেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩
চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের মধ্যেই ইসরাইল সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিশ্রুতি দিলেন যেকোনো মূল্যে ইসরাইলের পাশে থাকবে আমেরিকা।
সাত ঘণ্টার ঝটিকা সফর শেষ করে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৪ মিনেটে অ্যান্ড্রুজ এয়ার ফোর্স ঘাঁটিতে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান।
সেখানে পৌঁছে ইসরায়েল সফর নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে নিজের সন্তুষ্টির কথা জানান বাইডেন। তিনি বলেন, “সফরের মূল উদ্দেশ্য ছিল অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তার অবরোধ মুক্ত করা, সেটি অর্জন হয়েছে।”
বাইডেন বলেন, “ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিশর থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের ব্যাপারে সম্মতি দিয়েছেন।”
আরও পড়ুন: গাজায় নিহত বেড়ে সাড়ে ৩ হাজার
তবে তিনি বলেছেন হামাস সকল জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরাইল নিজস্ব অঞ্চল দিয়ে গাজায় সরবরাহের অনুমতি দেবে না।
এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র গাজা এবং পশ্চিম তীরের জনগণের জন্য জাতিসংঘ সংস্থা এবং আন্তর্জাতিক এনজিও’র মাধ্যমে ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছে।
আরও পড়ুন: গাজার শরণার্থীদের আশ্রয় দেবে স্কটল্যান্ড
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বাইডেন। সেখানে তিনি যুক্তি দেখাতে পারেন, ইসরায়েল এবং ইউক্রেন উভয় যুদ্ধেই মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত তহবিল সহায়তা অব্যাহত রাখা। সূত্র: সিএনএন
জেবি/এসবি