ভারতকে হারালে সাকিবদের সঙ্গে যা করবেন পাকিস্তানি অভিনেত্রী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩


ভারতকে হারালে সাকিবদের সঙ্গে যা করবেন পাকিস্তানি অভিনেত্রী
অভিনেত্রী সেহর শিনওয়ারি

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সেহর শিনওয়ারি।  বাংলাদেশ যদি ভারতীয় দলকে বিশ্বকাপে হারিয়ে দেয় তা হলে তিনি সাকিব আল হাসানদের সঙ্গে ‘ডিনার ডেট’-এ যাবেন বলে মন্তব্য করে শিরোনাম হয়েছেন তিনি।


রবিবার (১৫ অক্টোবর) সাবেক টুইটারে এক পোস্ট করেন সেহর। ঠিক সেদিন ভারতের বিপক্ষে তার নিজ দেশ পাকিস্তান পরাজিত হয়! ধারণা করা হচ্ছে, ভারতের সাথে হারের শোক সহ্য করতে না পেরে এমন পোস্ট করেন পাকিস্তানের এই আলোচিত মডেল ও অভিনেত্রী। টুইটে তিনি লিলেছেন, “ইনশাআল্লাহ, আমার বাঙালি বন্ধুরা আমাদের হয়ে ভারতের বিরুদ্ধে পরের ম্যাচে প্রতিশোধ নেবে। তারা যদি ভারতকে হারাতে পারে তাহলে আমি ঢাকায় যাব এবং তাদের সঙ্গে ‘ফিশ ডিনার’ ডেটে যাব।”


শুধু তাই নয়, এর পরদিন আরও একটি পোস্ট করেন তিনি। সেখানে সেহর শিনওয়ারি লিখেন, “বন্ধুরা, বাংলাদেশ আগামি ম্যাচেই ভারতকে হারাতে যাচ্ছে।” আত্মবিশ্বাসী সেহার সবার উদ্দেশে এই পোস্টটি স্ক্রিনশট দিয়ে রাখার কথাও বলেন!


আরও পড়ুন: হাসপাতাল থেকে পরীর বার্তা


এই অভিনেত্রীর এমন পোস্টের সমালোচনাও করছেন অনেক বাংলাদেশি টুইটার ব্যবহারকারীরা। অনেকে সেহারের পোস্টটির স্ক্রিন শেয়ার করে এটিকে ‘রাজনৈতিকভাবে ভুল’ বলে মন্তব্য করেছেন। বলছেন, “পাকিস্তানের হয়ে প্রতিশোধ” নিতে নয়, বাংলাদেশ নিজের তাগিদেই ভারতের বিপক্ষে ভালো খেলতে বাধ্য! 


পাকিস্তানি মডেলের এমন পোস্টের জন্য কেউ কেউ তাকে “অ্যাটেশান সিকার” বলেও মন্তব্য করেছেন।


জেবি/এসবি