জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন আলিয়া ভাট


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩


জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন আলিয়া ভাট
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবার  ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) নয়া দিল্লির বিজ্ঞান ভবনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মাননা স্মরক গ্রহণ করেন আলিয়া।


পুরস্কার নিতে সঙ্গে করে বর রণবীর কাপুরকে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। সব্যসাচীর ডিজাইন করার শাড়ি পরেছিলেন তিনি। গোপায় গুজেছিলে সাদা গোলাপ।


এবার সেরা অভিনেত্রী বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন আলিয়া।


আরও পড়ুন: ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ শ্রেষ্ঠ ব্যান্ড ‘চিরকুট’


এস হুসাইন জাইদির ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ অবলম্বনে তৈরি করা হয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। ছবিটিতে আলিয়াকে কামাথিপুরা পতিতালয়ের মালিক গাঙ্গুবাঈ চরিত্রে দেখা গেছে। অল্প বয়সী এক নারী কীভাবে সাহসিকতা দিয়ে কামাথিপুরায় নিজের রাজত্ব গড়ে তোলেন তা এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে।


আরও পড়ুন: ভারতকে হারালে সাকিবদের সঙ্গে যা করবেন পাকিস্তানি অভিনেত্রী


প্রসঙ্গত, গত ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। ১০০ কোটি রুপি বাজেটের এ ছবির বক্স অফিসে আয় করে ২০০ কোটি রুপির বেশি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া


জেবি/এসবি