ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদের বিক্ষোভ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩


ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদের বিক্ষোভ
ঢাকা কলেজ ছাত্রদের বিক্ষোভ

আল জুবায়ের: গাজায় একটি হাসপাতালে ও সমগ্র গাজায় ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করে অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১.৩০ মিনিটে ঢাকা কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে ঢাকা কলেজের  প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। 


ঢাকা কলেজ শহিদ মিনার থেকে শিক্ষার্থীদের উদ্যোগে এই আয়োজন করা হয়।


কলেজের শহীদ মিনার প্রঙ্গন থেকে শুরু হয়ে কলেজের মূল ফটক, মিরপুর রোড ঘুরে নায়েমের গলিতে সংক্ষিপ্ত সমাবেশ বক্তৃতার মাধ্যমে শেষ হয়।


বিক্ষোভের সময় সাধারণ ছাত্ররা ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেন। মিছিলে জাতিসংঘ জবাব দাও, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান  ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 


সমাবেশে ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, ফিলিস্তিদের উপর ইসরায়েলি বর্বরতা সকল সীমা অতিক্রম করে ফেলেছে। তারা নিরীহ শিশু থেকে শুরু করে হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে বর্বরোচিত হামলা চালিয়ে মানবতাকে বিপর্যস্ত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক বিশ্বকে শতাব্দীর ভয়াবহ হত্যাযজ্ঞ বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।


আরএক্স/