টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৩

চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি পাকিস্তান। হারতে হয়েছে বড় ব্যবধানে। এমন হারের পর অস্ট্রেলিয়ার মুখোমুখি বাবর আজমের দল।
অজিদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাবর। দলে এক পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে পাকিস্তান। শাদাব খানের জায়গায় ফিরেছেন উসামা মীর।
পাকিস্তান একাদশ, আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হাসান আলী, শাহীন আফ্রিদি ও হারিস রউফ।
অস্ট্রেলিয়া একাদশ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশ্যাগনে, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
আরএক্স/