পূজা উপলক্ষ্যে ৯ দিনের ছুটিতে ঢাকা কলেজ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৯ দিনের ছুটিতে রাজধানীর ঢাকা কলেজ।
রবিবার (১৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রী শ্রী দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে।
তবে সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগগুলো খোলা থাকবে। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরএক্স/