দ. আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩


দ. আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

চলমান ওয়ান ডে বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। হার দিয়ে আসর শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে, দক্ষিণ আফ্রিকার শুরুটা দুর্দান্ত হলেও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে অপ্রত্যাশিত হেরেছে। আজ শনিবার (২১ অক্টোবর) জয়ের খোঁজে মুখোমুখি হচ্ছে এই দুই দল। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।


ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশদের অধিনায়ক জশ বাটলার। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে দলের সঙ্গে যোগ দিয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। অন্যদিকে অসুস্থতার কারণে খেলছেন না প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। 


আরও পড়ুন: বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কে, জানালেন সৌরভ গাঙ্গুলি


এখন পর্যন্ত ওয়ানডেতে ৬৯ বার দেখা হয়েছে উভয় দলের। যেখানে জয়ের পাল্লা প্রায় সমানে সমান উভয়ের। পরিসংখ্যান বলে কেউ কথা বলে না ছেড়ে। ৩০ ম্যাচে জয় ইংল্যান্ডের, ৩৩ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফলাফল আসেনি ৬ ম্যাচে।


জেবি/এসবি