বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কে, জানালেন সৌরভ গাঙ্গুলি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩


বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কে, জানালেন সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলি

ভারতের মাটিতে চলমান বিশ্বকাপের মহারণে কোন দেশ এবার চ্যাম্পিয়ন হবে তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। এ বিষয়ে ক্রিকেটার বিশেষজ্ঞরাও তাদের মতামত জানাচ্ছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন সাবেক ভারতীয় ক্যাপ্টেন তথা সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুললেন তিনি। 


সৌরভ গাঙ্গুলি বলেন, “ভারত ঠিক সময় পিক করেছে। টানা তিন ম্যাচে জয়। খুব ভালো এগোচ্ছে।”


আরও পড়ুন: লিটনের দুঃখপ্রকাশ


রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল যেভাবে পারফর্ম করছে, ক্রিকেটাররা যেভাবে দায়িত্ব নিয়ে পারফর্ম করছেন তারও প্রশংসা করেন সৌরভ।


আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে হারটা নিয়ে বেশি হতাশ: আফগানিস্তান কোচ


এছাড়া কোন দল চ্যাম্পিয়ন হতে পারে এই বিষয়েও ভারতকে শুধু এগিয়ে রাখা নয়, এই দল চ্যাম্পিয়ন হবে বলে সাফ জানিয়ে দেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, “এই দল ফেভারিট। আমার মনে হচ্ছে ভারতই চ্যাম্পিয়ন হবে।”


জেবি/এসবি