স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইতালির প্রধানমন্ত্রীর আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৩৯ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩
মিসরের রাজধানী কায়রোতে হামাস-ইসরাইল যুদ্ধ বন্ধে শান্তি সম্মেলন শুরু হয়েছে। সেখানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই, ইসরায়েল ও হামাস যুদ্ধের পরিধি অন্যত্র ছড়িয়ে পড়া ঠেকাতে হবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে হবে।”
শনিবার (২১ অক্টোবর) কায়রোতে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে হামাস-ইসরাইল যুদ্ধ নিয়ে বক্তব্য রাখেন তিনি। এতে মেলোনি বলেন,“যদিও আমাদের অবস্থানে অনেক দূরত্ব রয়েছে। আমাদের স্বার্থগুলো ঠিকভাবে কাজ করতে হবে; গাজায় যা হচ্ছে সেটি যেন আরও বিস্তৃত দ্বন্দ্বে, একটি ধর্মীয় যুদ্ধে এবং সভ্যতার যুদ্ধে পরিণত না হয়।”
আরও পড়ুন: ইসরাইলি হামলায় ১৭৫৬ শিশুসহ মোট নিহত ৪৩৮৫
তিনি আরও বলেছেন, “আমি মনে করি হামাসের লক্ষ্য ছিল এটি। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় হামলা করেনি তারা। কিন্তু এমন একটি হামলা যেটি ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে একটি অসংলগ্ন দূরত্ব তৈরি করবে। যার অর্থ এই হামলার লক্ষ্য আমরা সবাই, আমরা হামাসের এই ফাঁদে পড়তে পারি না। যেটি বোকার মতো কাজ হবে।”
আরও পড়ুন: অবশেষে গাজায় ঢুকল ত্রাণবাহী ট্রাক
ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে একটি আলাদা বৈঠক করেন। এরপর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে তেল আবিবে চলে যান। সূত্র: রয়টার্স
জেবি/এসবি