একদিনে হিজবুল্লাহর ৬ যোদ্ধার প্রাণ গেল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩


একদিনে  হিজবুল্লাহর ৬ যোদ্ধার প্রাণ গেল
হিজবুল্লাহ বাহিনীর প্রশিক্ষণের একটি চিত্র - ছবি: সংগৃহীত

ইসরাইল-লেবানন সীমান্তে যুদ্ধ অব্যাহত রয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি হালনাগাদ মৃতের সংখ্যা জানিয়েছে। বর্তমান উত্তেজনায় নিহত হিজবুল্লাহর মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।


ইসরাইলের সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে তারা আজ হিজবুল্লাহর বেশ কয়েকটি অবস্থানে আঘাত হেনেছে।


ইরান সমর্থিত হিজবুল্লাহর হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরণের ড্রোন রয়েছে। উত্তর ইসরাইলে বড় আকারের আক্রমণের মাধ্যমে ইসরাইল-হামাস যুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলার চেষ্টা হতে পারে বলে উদ্বেগ রয়েছে।


আরও পড়ুন: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইতালির প্রধানমন্ত্রীর আহ্বান


লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বেশ কয়েকটি গ্রামে ইসরাইলি গোলাবর্ষণের খবর দিয়েছে এবং জানিয়েছে, হাউলা গ্রামে একটি গাড়িতে সরাসরি গোলা আঘাত হেনেছে। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় লেবাননের ইয়ারুন গ্রামের ওপারে ইসরায়েলি সেনাবাহিনীর একটি পোস্টের চারপাশে গোলাবর্ষণ তীব্র হয়।


আরও পড়ুন: ইসরাইলি হামলায় ১৭৫৬ শিশুসহ মোট নিহত ৪৩৮৫


হিজবুল্লাহ ইরান সমর্থিত একটি ইসলামি আন্দোলন যার মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আধাসামরিক বাহিনী রয়েছে। ইসরাইল-লেবানন সীমান্তে মূল ঘাঁটি থাকা এই গোষ্ঠী হামাস-ইসরাইল যুদ্ধে ওয়াইল্ডকার্ড প্লেয়ার (সংঘাতের অনিশ্চিত কারণ) হয়ে উঠতে পারে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূত্রপাত করতে পারে। সূত্র: সিএনএন


জেবি/এসবি