তারা জাহান্নামে নিজেদের বিশেষ জায়গা তৈরি করেছে: সানা খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩
ফিলিস্তিনের ওপর ইসরাইলের ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। তিনি জানালেন,ফিলিস্তিনের সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। শুক্রবার (২০ অক্টোবর) সাবেক ভারতীয় এ অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় তিনি এসব কথা বলেন।
তিনি লিখেছেন, “যে নির্দয় ও নির্লজ্জ লোকজন ফিলিস্তিনের হাসপাতালে নিষ্পাপ শিশুদের ওপর আক্রমণ করেছে, তারা একে প্রতিরক্ষা বলে। চিন্তা করবেন না, তারা জাহান্নামে নিজেদের জন্য বিশেষ জায়গা তৈরি করেছে।”
আরও পড়ুন: এরশাদকে নিয়ে বায়োপিক বানাবেন বিদিশা
গত ১৫ বছরের সুদীর্ঘ অভিনয়জীবনের সমাপ্ত করে ধর্মকর্মে মন দেন সাবেক বলিউড অভিনেত্রী ও মডেল সানা খান। গেল ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন এই অভিনেত্রী। বিয়ে করেছেন মুফতি আনাসকে।
জেবি/এসবি