শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩
নেপালে শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে। রবিবার (২২ অক্টোবর) সকালে দেশটির রাজধানী কাঠমান্ডু ও পাশ্ববর্তী জেলাগুলো ভূমিকম্পে কেঁপে উঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী ও গবেষণাপ্রতিষ্ঠান জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ধাদিং জেলায়। বাগমতি ও গন্ডাকি প্রদেশের অন্যান্য জেলাতেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে।
তবে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন: একদিনে হিজবুল্লাহর ৬ যোদ্ধার প্রাণ গেল
নেপালে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। হিমালয় ঘেরা এই দেশটি তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলিত স্থানের উপর অবস্থিত। নেপাল সরকারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ এলাকা।
জেবই/এসবি