সাড়া ফেলেছে এম এ আলম শুভর লেখা গান ‘মনের মানুষ’


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩


সাড়া ফেলেছে এম এ আলম শুভর লেখা গান ‘মনের মানুষ’
এম এ আলম শুভ, কোনাল ও সজীব।

সস্প্রতি নতুন নাটকের গান ‘মনের মানুষ’ প্রকাশের পরপরই সামাজিক যোগোযোগ মাধ্যমেব্যাপক সাড়া ফেলেছে ৷ গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ, কণ্ঠ দিয়েছেন কোনাল ও সজীব। সুর ও সংগীত করেছেন সজীব নিজেই। 


হাসিব হোসাইন রাখির পরিচালনায় ‘মনের মানুষ’ শিরোনামের নাটকে একই শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে। প্রকাশের পরপরই শ্রোতারা গানটিকে খুব ভালোভাবে গ্রহণ করেছেন বলে জানিয়েছেন শুভ। 


আরও পড়ুন: তারা জাহান্নামে নিজেদের বিশেষ জায়গা তৈরি করেছে: সানা খান


নাটকটিতে অভিনয়ে করেছেন সময়ের জনপ্রিয় তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। নাটক ও গানটি সিনেমাওয়ালা নামের একটি ইউটিউব চ্যালেন থেকে প্রকাশিত হয়েছে।


জেবি/এসবি