জন্মদিনে হিরো আলমকে কেক উপহার দিলেন ডিবিপ্রধান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩


জন্মদিনে হিরো আলমকে কেক উপহার দিলেন ডিবিপ্রধান
ছবি: সংগৃহীত

ফেসবুক ও ইউটিউবের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের জন্মদিন আজ রবিবার। এদিন উপলক্ষে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে যান তিনি। সেখানে তাকে উপহার দেওয়া হলো জন্মদিনের কেক।


রবিবার (২২ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে হিরো আলম বলেন, “আজ আমার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ডিবিপ্রধান হারুন স্যার আমাকে ডেকেছেন। তাই ডিবি কার্যালয়ে এসেছি।”


তিনি আরও বলেন, “আমার জন্মদিন উপলক্ষে ডিবি অফিসে হারুন স্যার কেক কাটবেন এবং আমাকে মিষ্টি খাওয়াবেন।”


আরও পড়ুন: এবার শরিফুল রাজের নায়িকা ইধিকা পাল!


গেল কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কাড়েন। সেখানে দু’টি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এই অভিনেতা।  


আরও পড়ুন: তারা জাহান্নামে নিজেদের বিশেষ জায়গা তৈরি করেছে: সানা খান


এরপর ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন হিরো আলম।  


জেবি/এসবি