পূজায় নাচলেন চিত্রনায়িকা দিঘী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাচলেন চলচ্চিত্র তারকা প্রার্থনা ফারদিন দিঘী। তার এই নাচ দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। দিঘীর এই গানের কোরিওগ্রাফী করেছেন ইভান শাহরয়ার সোহাগ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘শারদ আনন্দ’।
এখানেই দেখা মিলবে দিঘীর নাচ। এটি প্রচারিত হবে আগামী ২৪ অক্টোবর রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ‘শারদ আনন্দ’‘ উপস্থাপনা করেছেন শিপন মিত্র ও পূর্ণিমা বৃষ্টি।এতে দিঘীর নাচের পাশাপাশি থাকবে গান, নাচ, ফ্যাশন শো, গেম শো, আরতি নৃত্য, ঢাকের বাজনা, সিঁদুর খেলাসহ নানা কিছু।
জানা গেছে, অনুষ্ঠানের শুরুতে শিশুদের অংশগ্রহণে দুর্গাপূজার একটি নতুন গান থাকছে। এছাড়া ফ্যাশন হাউসগুলো এবারের পূজাতে যে ধরণের পোশাক এনেছে তার উপর থাকছে ফ্যাশন শো। ঐতিহ্যবাহী ঢাকের বাজনার সঙ্গে থাকছে আরতি নৃত্য। আকাশ সরকারের নির্দেশনায় নৃত্য পরিবেশন করেছেন পূজা সেনগুপ্ত ও তার দল।
আরও পড়ুন: জন্মদিনে হিরো আলমকে কেক উপহার দিলেন ডিবিপ্রধান
‘বছর ঘুরে তুমি আবার এলে মা’ শিরোনামের এই গানটিতে অংশ নিয়েছেন অনন্যা আচার্য্য, সুস্মিতা সাহা, এপি শুভ, পপি পাল, স্বপ্নীল রাজীব ও অপু রায়। ৫ জন বাদ্যযন্ত্রীর পরিবেশনায় থাকছে ঢাকের বাজনা। ফ্যামিলি গেম শো পর্বে অংশ নিয়েছেন প্রাণ রায় ও তার স্ত্রী শাহনাজ কাকলী, দেবাশীষ সরকার ও তার স্ত্রী বিথী সরকার, বিপ্লব সাহা ও তার স্ত্রী সম্পা সাহা। অনিক বোস, কস্তুরী মুখার্জি ও তাদের দলের পরিবেশনায় থাকছে সিঁদুর খেলা ও নবদুর্গানৃত্য। থাকছে সঙ্গীতশিল্পী শুভ্রদেবের পরিবেশনায় একটি গান।
জেবি/এসবি