৮২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩


৮২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীর ওয়ারী থানার মৌজায় প্রায় ৮২ কোটি টাকা মূল্যের ২৭ দশমিক ২০ শতক সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।


রবিবার (২২ অক্টোবর) কোতোয়ালি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মনীষা আহমেদ অভিযান পরিচালনা করে ওয়ারী মৌজার অর্পিত এ সম্পত্তি উদ্ধার করেন। 


এ সময় অর্পিত সম্পত্তি পুনরুদ্ধার করে ঢাকা জেলা প্রশাসনের পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়।


কয়েকজন ভূমিদস্যু দীর্ঘদিন যাবৎ এ জায়গা দখল করে বিনা অনুমতিতে স্থাপনা তৈরি করার চেষ্টা করে আসছিলেন। খবর পেয়ে কোতোয়ালি রাজস্ব সার্কেলের এসিল্যান্ড অভিযান পরিচালনা করেন। 


আরও পড়ুন: ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ‘নাগরিকগণকে উত্তম ভূমিসেবা’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত


এত জেলা প্রশাসক  আনিসুর রহমান নির্দেশনা দেন। আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক।


আরও পড়ুন: ঢাকা জেলা প্রশাসন উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত


এ ব্যাপারে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, “জেলা প্রশাসন ঢাকার চলমান সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ ওয়ারীতে অভিযান পরিচালনা করা হয়। সরকারি সকল জমি অবৈধ দখল হতে উদ্ধার করা হবে।”


জেবি/এসবি