হামাসের হাতে ২২২ বন্দির তথ্য প্রকাশ করল ইসরাইল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩


হামাসের হাতে ২২২ বন্দির তথ্য প্রকাশ করল ইসরাইল
ড্যানিয়েল হাগারি - ছবি: সংগৃহীত

গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে ২২২ বন্দির তথ্য প্রকাশ করেছে ইসরাইল।


সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ইসরাইলের শীর্ষ সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি।


তিনি বলেন, বন্দিদের মুক্তি দিতে এবং তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য আমরা সব পদ্ধতি অবলম্বন করবো।


আরও পড়ুন: কোনো অবস্থাতেই যুদ্ধবিরতি নয়, ঘোষণা ইসরাইলের


এর আগে জিম্মি দুই মার্কিন নাগরিক মা-মেয়েকে মুক্তি দিয়েছে হামাস। তারা হলেন- জুডিথ তাই রানান এবং তার ১৭ বছর বয়সী মেয়ে নাতালি রানান।


প্রথমে তাদেরকে রেডক্রসের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে তাদেরকে নেওয়া হয় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর হেফাজতে।


আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামাতে ইসরাইলকে ইরানের হুঁশিয়ারি


উল্লেখ্য, গেল ৭ অক্টোবর ইসরাইলে আচমকা হামলা চালিয়ে ১৪০০ এর বেশি মানুষকে হত্যা এবং দুই শতাধিক মানুষকে ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এরপর থেকেই বন্দি মুক্তির বিষয়ে কাতারের মধ্যস্থতায় হামাসের সঙ্গে আলোচনা চলছে। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল


জেবি/এসবি