গাজায় যুদ্ধ থামাতে ইসরাইলকে ইরানের হুঁশিয়ারি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩


গাজায় যুদ্ধ থামাতে ইসরাইলকে ইরানের হুঁশিয়ারি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান

ইসরাইলকে গাজায় যুদ্ধ থামাতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলেছে, “এখনই যুদ্ধ না থামালে এই অঞ্চল ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।”


খবরে বলা হয়েছে, গাজায় হামলা বন্ধ না করলে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে ইসরাইলকে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়ার দোষে দুষ্ট যুক্তরাষ্ট্র।”


হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় গত দুই সপ্তাহে ইসরায়েলি নির্বিচার হামলায় ৪ হজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ইসরাইল শনিবার থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে বিমান হামলা জোরদার করার কথা ঘোষণা করেছে।


আরও পড়ুন: হিন্দুরা পরধর্ম সহিষ্ণু, তাই হামাসের মতো সংঘর্ষ ভারতে ঘটেনি: মোহন


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান এই পরিস্থিতিতে তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমি যুক্তরাষ্ট্র এবং তার প্রক্সি ইসরাইলকে সতর্ক করে দিচ্ছি, তারা অবিলম্বে গাজায় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা বন্ধ না করলে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর তাহলে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।”


আরও পড়ুন: গাজার শরণার্থী শিবিরে বিমান হামলা, নিহত ৩০


তিনি বলেন, “তেমন কিছু ঘটলে তার ফলাফল অতি ‘তীব্র, তিক্ত’ এবং ‘সুদূরপ্রসারী প্রতিক্রিয়ার’ হতে পারে। আর সেটাও আবার আঞ্চলিক এবং যুদ্ধের পক্ষে যারা অবস্থান নিয়েছেন, উভয় ক্ষেত্রেই।”


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ইসরাইলের প্রতি মার্কিন সামরিক সমর্থন এটাই প্রমাণ করে যে গাজায় চলমান সংঘাত ‘যুক্তরাষ্ট্রের পক্ষে ইসরাইল পরিচালিত একটি প্রক্সি যুদ্ধ।” সূত্র: বিবিসি


জেবি/এসবি