ট্রেন দুর্ঘনায় ইউরোপ যাওয়ার স্বপ্ন আর পূরণ হলো না আফজালের


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩


ট্রেন দুর্ঘনায় ইউরোপ যাওয়ার স্বপ্ন আর পূরণ হলো না আফজালের
আফজাল হোসেন। ফাইল ছবি

আল জুবায়ের: কিশোরগঞ্জের ভৈরব জংশনে একটি মালবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর ট্রেনের সংঘর্ষে আফজাল হোসেন (২৫) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন ।


সোমবার (২৩ অক্টোম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


দুর্ঘটনায় নিহত আফজাল হোসেনের গ্রামের বাড়ি ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নে। তিনি,  ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের (২০১৭-২০১৮) ও মাস্টার্স (২০২১-২০২২)সেশনের ছাত্র ছিলেন।  তিনি ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলের ২০৯ নং রুমে  থাকতেন। তার মৃত্যুতে শিক্ষক ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে।


আফজালের বন্ধু ও রুমমেট সাধন বলেন, আফজাল হোসেনের স্বপ্ন ছিলো ইউরোপে উচ্চশিক্ষার জন্য যাওয়া। এজন্য আইএলটিএস কোর্স করছিলো। অনার্সে সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলো। সে অনেক মেধাবী ছিলো। সবসময় পড়াশোনার ভিতরেই ছিলো। সে আমাকে বলেছিলো বাসা থেকে এসে ভালো খবর দিবে কিন্তু সে এমন খারাপ খবরের জন্য প্রস্তুত ছিলাম না।


আখতারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসের তত্বাবধায়ক মাহমুদুল হাসান সবুজ বলেন,  আফজালের অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। আফজাল খুব ভালো ছেলে, পড়াশোনায় মনোযোগী ছিল। হলে তার মতো ভালো ছেলে খুব কমই দেখেছি, কখনও কোন ঝামেলায় জড়িত হয়নি। দূর্ঘটনায় আফজালের তাজা প্রাণ এভাবে ঝরে যাওয়ায় আমরা মর্মাহত।


রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করে। তার একটু আগে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আরএক্স/